অঁদ্রে-মারি অম্পেয়্যার

সালাফিপিডিয়া থেকে
(অঁদ্রে মারি অঁপ্যার থেকে পুনর্নির্দেশিত)

টেমপ্লেট:তথ্যছক-বিজ্ঞানী

অঁদ্রে-মারি অম্পেয়্যার এর কবর, প্যারিস, ফ্রান্স

অঁদ্রে-মারি অম্পেয়্যার[১] (এম্পিয়ার বা অ্যাম্পিয়ার নামেও পরিচিত) (টেমপ্লেট:Lang-fr) (জানুয়ারি ২০, ১৭৭৫জুন ১০, ১৮৩৬) একজন ফরাসি পদার্থবিজ্ঞানীতাড়িৎ-চৌম্বকত্বে অবদানের জন্য তিনি বিখ্যাত। তড়িৎ প্রবাহের আন্তর্জাতিক একক অ্যাম্পিয়ারের নামকরণ তার সম্মানে করা হয়েছে।

তড়িচ্চুম্বকত্বে অবদান[সম্পাদনা | উৎস সম্পাদনা]

অম্পেয়্যার পর্যবেক্ষণ করেছিলেন, দুটি বিদ্যুৎবাহী তারকে যদি সমান্তরালে পাশাপাশি রাখা হয় তবে তার দুটি পরস্পরকে আর্কষণ করে। তবে তারদুটিতে একই দিকে বিদ্যুৎ প্রবাহিত করতে হবে। আর যদি দু তারে বিদ্যুৎ প্রবাহ যদি পরস্পরের বিপরীত দিকে হয়, তাহলে তারদুটি পরস্পরকে বিকর্ষণ করবে। তিনি একটা পরীক্ষাও করেছিলেন এ বিষয়ে। একটি তারকে স্পিংয়ের মতো করে পেঁচিয়েছিলেন। ফলে তারে একটি কুণ্ডলি তৈরি হয়েছিল। যাকে বলে কয়েল। কুণ্ডলির একটি প্যাঁচ আরেকটি পাঁচের সাথে সমান্তরালে অবস্থান করে। এরপর সেই কুণ্ডলির ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলেন অ্যাম্পিয়ার। যেহেতু একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাই প্রতিটা প্যাঁচেরও বিদ্যুৎ প্রবাহের দিক এক। আবার প্যাঁচগুলো পরস্পরের সমান্তরালে রয়েছে, সুতরাং এদের ভেতরে প্রবল আকর্ষণ বল কাজে করে। একটি প্যাঁচ আরেকটি প্যাঁচের আকর্ষণ শক্তি বাড়িয়ে দেয়। পুরো কুণ্ডলিটি তাই একটা শক্তিশালি চুম্বকের মতো কাজ করে। কুণ্ডলির একটা দিক চুম্বকের উত্তর মেরুর মতো এবং আরেকটা দিক চুম্বকের দক্ষিণ মেরুর মতো কাজ করে।

বৈদ্যুতিক মোটর এই নীতির উপর নির্ভর করে ঘোরে।

তথ্যসূত্র[সম্পাদনা | উৎস সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা | উৎস সম্পাদনা]

টেমপ্লেট:কমন্স বিষয়শ্রেণী টেমপ্লেট:Wikiquote

টেমপ্লেট:অসম্পূর্ণ টেমপ্লেট:Scientists whose names are used as SI units টেমপ্লেট:কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ

  1. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।