ইসলাম ও হস্তমৈথুন
ইসলামী ধর্মগ্রন্থ কুরআনে বিশেষভাবে ""হস্তমৈথুন" এ কথা উল্লেখ করা হয়নি তবে আল্লাহ তাআলা বলেন।

যাদের বিবাহের সামর্থ্য নেই, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে।” (সূরা নুর ৩৩ আয়াত)
আবু বকর মুহাম্মাদ জাকারিয়া বলেন হস্তমৈথুন একটি ব্যতিক্রম ছাড়া সর্বাবস্থায় হারাম, যা হলো এমন পরিস্থিতি যখন হস্তমৈথুন না করলে জিনা থেকে বাচার আর কোন উপায় থাকে না তখন, কারণ জিনা ও হস্তমৈথুনের মধ্যে জিনা বড় গুনাহ।