ফাজায়েলে আমল
ফাযায়েল ও অন্যান্য শিরোনামে ফাযীলাতের আমল সম্পর্কে বাংলাভাষায় অনূদিত ও সংকলিত বেশ কিছু গ্রন্থ প্রচলিত আছে। যেমন ফাযায়েলে আমাল, ফাযায়েলে ছাদাকাত, ফাযায়েলে হজ্জ্ব, ফাযায়েলে দরূদ, ফাযায়েলে তিজারাত, বার চান্দের ফজিলত ও আমল, নেয়ামুল কুরআন, মকসুদুল মুমিনীন ইত্যাদি। কিন্তু অধিকাংশ বই দুর্বল ও বানোয়াট হাদীসে পরিপূর্ণ। তাছাড়া কিতাবের বহু স্থানে উল্লেখকৃত ফাযীলাতের আমলের পক্ষে কুরআন বা হাদীসের বইয়ের কোন রেফারেন্স উল্লেখ নেই। উল্লেখিত হাদীস সহীহ, হাসান, যঈফ নাকি বানোয়াট, হাদীসটি আমলযোগ্য নাকি প্রত্যাখ্যাত তার ও কোন উল্লেখ নেই বরং শিরক ও বিদআতের এমন এমন আলোচনা এসেছে যা শিরক ও বিদআতের দিকে নিয়ে যাবে।
বাংলা ভাষায় বহুল প্রচলিত ফাযায়েল সম্পর্কিত অধিকাংশ বইয়ের এই অবস্থা দেখে সহীহ আক্বীদার আলেমগন এ বিষয়ে পবিত্র কুরআনের আয়াতসমূহ এবং যুগশীর্ষ মুহাদ্দিসগনের তাহকীকসহ গ্রহণযোগ্য হাদীসের সমন্বয়ে বেশ কিছু বই সংকলন করেন। কুরআন ও সহীহ হাদীসের আলোকে লিখিত ফাযায়েলে আমালের বই বইগুলোর মধ্যে শাইখ আহসানুল্লাহ বিন সানাউল্লাহ এর “কুরআন ও সহীহ হাদীসের আলোকে ফাযায়েলে আমাল” এবং শাইখ আবদুল হামীদ ফাইযী এর সংকলিত “ফাযায়েলে আমল ও রাযায়েলে আমল” অন্যতম।
বইগুলোতে প্রথমেই কুরআনের আয়াত তারপর সহীহ হাদীসের আলোকে ফাযায়িল বর্ণিত হয়েছে। বইগুলোতে বিভিন্ন বিষয়ের উপর ছোট ছোট গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। যেমন তাওহীদ,শিরক, বিদআত,সালাত সম্পর্কিত আলোচনা রয়েছে এবং হাদীসগুলো উল্লেখ করার পাশাপাশি হাদীসের ইবারত বর্ণনা করা হয়েছে। শুধুমাত্র হাদীসগুলো উল্লেখ করা হয়নি, সাথে সাথে একাধিক মুহাদ্দিসের তাহক্কীক বর্ণনা করা হয়েছে। একই বিষয়ের একাধিক হাদীসগুলো পাশাপাশি আনা হয়েছে, তার পাশাপাশি ফাযায়েল সম্পর্কিত বানোয়াট বর্ণনার প্রতিবাদ করা হয়েছে।
এরপর ফাযীলাত সম্পর্কিত যইফ ও জাল হাদীসগুলো তাহক্বীকসহ বর্ণনা করা হয়েছে। শাইখ আবদুল হামীদ ফাইযীর বইতে কি কি আমল করলে কত কত সাওয়াব হবে যথা সেসব আমলের ফাযায়েল বর্ণনা করার পাশাপাশি কি কি আমল করলে কত কত গুনাহ হবে যথা সেসব আমলের রাযায়েল বর্ণনা করা হয়েছে। শাইখ আহসানুল্লাহ বিন সানাউল্লাহ সংকলিত “কুরআন ও সহীহ হাদীসের আলোকে ফাযায়েলে আমাল” বইটি প্রকাশ করেছে আল্লামা আলবানী একাডেমী। বইটির পৃষ্ঠা সংখ্যা ৭৮৩। অপর দিকে শাইখ আবদুল হামীদ ফাইযী রচিত “ফাযায়েলে আমল ও রাযায়েলে আমল” বইটি প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন্স। বইটির পৃষ্ঠা সংখ্যা ২৭৩।